Tuesday, June 18, 2013

Santhia Upazila,Pabna ( সাঁথিয়া )

                                                    Santhia Upazila,Pabna  ( সাঁথিয়া )
 Welcome (আপনাকে স্বাগতম) www.facebook.com/santhia.bd By MD. Tanvir Hasan Imran
Description
SANTHIA ( সাঁথিয়া )

Welcome (আপনাকে স্বাগতম)

Upazila: Santhia
(P.O): Santhia
District: Pabna
Division: Rajshah
(আপনাকে স্বাগতম)
Santhia Upazila,Pabna
Slogan: Hridoy a Santhia.


অবস্থান

সাথিয়ার দক্ষিনে সুজানগর, উত্তরে ফরিদপুর , পূর্বে বেড়া এবং পশ্চিমে আতাইকুলা উপজেলা অবস্থিত।
Group

আমাদের সাঁথিয়া (Amader Santhia)
https://www.facebook.com/groups/Santhia.bd/

Santhia Thana Kollan Sommite - STKS সাঁথিয়া (World Wide)
www.facebook.com/stks.bd

* Post Photo,Share & update Status
News
Politics
Sports
Entertainment
Feedback
Exchange
Buy and Sell
Communication
All About Our Santhia Upazila.

Information:


Area:
Santhia Upazila (pabna district) with an area of 331.56 sq km, is bounded by faridpur (Pabna) and shahjadpur upazilas on the north, sujanagar upazila on the south, bera upazila on the east, atgharia and pabna sadar upazilas on the west. Main rivers are Hurasagar and Ichamati; noted depressions: Ghugudaha, Gargar and Gang Bhangar Beel.

প্রশাসনিক এলাকা

সাথিয়ার আয়তন ৩৩১.৫৬ বর্গকিমি। নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১। ইউনিয়ন ১০ টি। পৌরসভা ০১ টি। খানা ৬৫,০৩৯ টি। মৌজা ১৭৭ টি। গ্রাম ২৫৮ টি।
ইতিহাস

ইতিহাস

সাঁথিয়া উপজেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি আছে। জানা যায় সমগ্র সাঁথিয়া অতীতে চরএলাকা ছিল। এই চরে সিনথিয়া নামে এক সাঁওতাল আদিবাসি বাস করত। পরবর্তীতে অন্যান্য এলাকা থেকে সাঁওতালরা এসে সিনথিয়ার সংগে বসবাস করতে শুরু করে এবং একটি গ্রামের সৃষ্টি হয়। আদিবাসি সিনথিয়ার নাম থেকেই পরবর্তীতে সাঁথিয়া নামের উৎপত্তি হয় মর্মে শোনা যায়। দ্বিতীয় জনশ্রুতি মতে অনেক আগে সাঁথিয়া অঞ্চল গভীর জংগলে পরিপূর্ণ ছিল। সংগী অথবা সাথী ছাড়া কেহই একা এই এলাকায় চলাফেরা করত না। সকলেই সাথী সহ এখানে আসতেন। পরবর্তীতে এই সাথী থেকেই সাঁথিয়া নামের উদ্ভব মর্মে শোনা যায়। সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় বৃটিশ শাসন আমলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জনম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁন এর শাসন আমলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়।মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি এ উপজেলার মূল চালিকা শক্তি। এ উপজেলার চতুর পাশের্ব বড়াল ও যমুনা নদীতে বাঁধ দিয়ে সুরক্ষিত থাকায় কখনও বন্যা হয় না। অপর দিকে শুস্ক মৌসুমে ক্যানেলে পাম্পের সাহায্যে যমুনা নদী হতে পানি এনে ধরে রেখে এ উপজেলার চাহিদা সহজে পূরণ করা হয়। যার ফলে বন্যা অথবা অনাবৃষ্টি এ এলাকার কৃষিকে খুব বেশী প্রভাবিত করতে পারে না। স্বাধীনতার পরবর্তী সময় হতে এ উপজেলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকায় এ এখানকার জনগণ রাজনৈতিক ভাবে সচেতন।

Santhia comprises MP with Bera Upazila.Md.Samshul Haq Tuku is the current member of the Jatio Sangsad of this political area.Santhia is a Thana of Pabna district.Santhia (Town) consists of 9 wards and 26 mahallas


Politics:

All major parties of Bangladesh has a branch in Santhia. However, it is a stronghold of the Jamaat-e- Islami and BNP.
Md. Matiur Rahman Nizami (Amir of jamaat e Islami Bangladesh) was born in this Upazila.

Transport:
Pabna town is about 35 KM by the road.Kashinathpur and Bera also connected by the road.The river Issamati is only way of water transport.In Santhia ride by Nosimon, rickshaw,van and Korimon are pleasure worthy. Roads: pucca 77 km, semi pucca 7 km and mud road 450 km; waterways 12 nautical mile.

Population:

The area of the town is 5.44 sq km. The town has a population of 33369 male 52.05%, female 47.95%. The density of population is 6134 per sq km.


শিক্ষা

মহাবিদ্যালয় ১০ টি।

উচ্চ বিদ্যালয় ৩৫ টি।

মাদ্রাসা ২৬ টি।

সরকারী প্রাঃ বিদ্যাঃ ৯০ টি।

রেজি বেসরকারী প্রাঃ বিদ্যাঃ ৭৭ টি।


Education:
Literacy rate among the town people is 34%.Average literacy 23%; male 28.4% and female 17%. Educational institutions: college 7, high school 25, madrasa 19, government primary school 90, non-government primary school 77, low cost primary school 4 and NGO operated school 207. Noted educational institutions: Santhia Government Primary School (1901),
Santhia Pilot High School (1943)

www.facebook.com/santhia.pilot


কৃতী ব্যক্তিত্ব

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং সর্ববৃহত ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী এই থানার সন্তান। উল্লেখ্য জর্জটাউন বিশ্ববিদ্যালয় এর এক গবেষনা পত্রে মাওলানা নিজামীকে পৃথিবীর ৫০০ সবচাইতে প্রভাবশালী মুসলিম এর তালিকায় ৪৩ নাম্বারে উল্লেখ করা হয়েছে




স্বাস্থ্যসেবা

সরকারী হাসপাতাল ০১ টি।

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ১১ টি।

কমিউনিটি ক্লিনিক ২৯ টি।

পোষ্ট অফিস ১৯ টি।
Health:
Health centres Upazila health complex 1, health & family welfare centre 8 and satellite clinic 3.

Administration:

Upazila:

Chairman: Md. Nijam Uddin
Vice Chairman:......
Woman Vice Chairman: Mrs. Sila Khatun
Upazila Nirbahi Officer (UNO): Md. Abdur Razzaque Sarker

Municipality:

Chairman: Mirajul Islam Miraj
Councillors:

Md. Shoriful Islam Shorif
Md. Zohurul Islam
Md. Sher Ali
:.....
:....


Santhia thana, now an upazila, was established in 1905. It consists of 11 union parishads, 177 mouzas and 253 villages.

Marks of the War of Liberation Mass grave at Nagdemra; memorial monument at Santhia upazila compound.

Cultural organisations:

Rural club 25, library 2, theatre group 1, cinema hall 5, opera party 1, playground 7.

Main occupations:
Agriculture 41.98%, agricultural labourer 26.45%, wage labourer 3.03%, commerce 8.52%, service 3.27%, weaving 5.19%, industrial labourer 1.89% and others 9.67%.

Main crops:
Paddy, wheat, potato, onion, chilli, mustard and patal.

Main fruits:
Mango, papaya and banana.

Hats And Bazars:
Hats and bazars are 26, most noted of which are R Ataikula, Banagram, Kashinathpur, Karamja Chatur, Boalmari and Shahidnagar Hat; fair 1 (Krishi Mela).

NGO activities:
brac, asa, grameen bank, thengamara mahila sabuj sangha, Samata.

Union list:

সাঁথিয়া পৌরসভা
নন্দনপুর ইউনিয়ন
ক্ষেতুপাড়া ইউনিয়ন
ভুলবাড়ীয়া ইউনিয়ন
করমজা ইউনিয়ন
ধুলাউড়ি ইউনিয়ন
নাগডেমড়া ইউনিয়ন
ধোপাদহ ইউনিয়ন
কাশিনাথপুর ইউনিয়ন
আর-আতাইকুলা ইউনিয়ন
গৌরীগ্রাম ইউনিয়ন

Villages of Upazila:

Santhia,Solongi,Monmotpur,Puthipara,Bualmari,daulotpur,Gagrakhali,
Dhulauri,Nagdemra,Dhopadah,Konabaria,Tetulia,Amosh,
Karamja,Demra,Manpur,Hariakahon,patgari,haria,sorisa,alokdiar,naowani,...........others...........


Admin:
MD. Tanvir Hasan Imran
Email: Imran.santhia@gmail.com
ph: +8801739413288
www.Facebook.com/tanvirhasan.imran
Solongi,Santhia,Pabna

No comments:

Post a Comment