Tuesday, June 18, 2013

ইরান VS ইসরাইল

      ইরান VS ইসরাইল
By MD. Tanvir Hasan Imran

                                     Iranian Police Special Forces

 আরব-ইসরাইল যুদ্ধ আর কখনোই হবে না। কারণ আরব দেশগুলো এখন ইসরাইলের তল্পীবাহক। আগামীতে সম্ভাব্য যুদ্ধ হবে ইরান-ইসরাইল অথবা আরব-ইরানের মধ্যে। বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।






 ‘কুরআনের শিক্ষার অভাব মুসলমানদের মধ্যে বিভেদের প্রধান কারণ’

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মুসলমানদের বিরুদ্ধে পাশ্চাত্যের শত্রুতা ও ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মুসলিম উম্মাহকে নিজেদের অভ্যন্তরীণ শক্তি-সামর্থ্য বাড়ানোর আহবান জানিয়েছেন। ৩০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুরআন বিশেষজ্ঞ, ক্বারি ও হাফেজদের এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা এ আহবান জানিয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পাশ্চাত্যের মোকাবেলায় বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্যের আহবান জানিয়ে বলেছেন, বর্তমানে মুসলমানদের মধ্যে ঐক্যের আহবানই হচ্ছে ঐশি আহবান। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের মধ্যকার জাতিগত ও মাজহাবগত বিভেদ বা অনৈক্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এতে করে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়ে পড়ছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশে উগ্র গোষ্ঠীগুলোর গোঁড়ামি ও অসহিষ্ণুতার কারণে রক্তপাতের মত ঘটনা ঘটছে।

আল কায়দার অনুসারী সন্ত্রাসী ও উগ্র সালাফি গোষ্ঠী ধর্মের কথা বলে সহিংসতা চালাচ্ছে। অথচ ইসলাম ধর্ম রহমত, ভালোবাসা, শান্তি ও বন্ধুত্বের ধর্ম। বর্তমানে মুসলমানদের মধ্যে বিরাজমান বিভেদের কারণ একদিকে কুরআনের সঠিক শিক্ষা থেকে মুসলমানদের দূরে থাকা অন্যদিকে শত্রুদের গভীর ষড়যন্ত্র। মুসলমানরা যদি কুরআনের শিক্ষা উপলব্ধি করতে পারে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, মুসলমানরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না।

একজন ব্যক্তি যদি নিজেকে মুসলমান ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর অনুসারী বলে দাবি করে তাহলে কিভাবে সম্ভব তার হাত অপর মুসলমান ভায়ের রক্তে রঞ্জিত হতে পারে? এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বা ভ্রাতৃহত্যার ঘটনা বড় ধরনের মূর্খতার পরিচায়ক যা কিনা বহু বছর ধরে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ও মাজহাবগত বিভেদ সৃষ্টির জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্রের ফসল। এ অবস্থায় মুর্খতাবশত অমানবিক আচরণ করে মুসলমানদের কোনো লক্ষ্য অর্জিত হবে না বরং তা শত্রুদের স্বার্থের অনুকূলে যাবে।

বর্তমান বিশ্ব বৃহত শক্তিগুলোর নোংরা রাজনীতি এবং পুঁজিবাদী ব্যবস্থার নিষ্পেষণে তিক্ত-বিরক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় মানুষ কুরআনের নির্দেশনা, ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদা বা আত্ম সম্মান বোধের প্রয়োজনীয়তা অনুভব করছে। আর এ বিষয়টি বুঝতে পেরে ইসলামের শত্রুরা ইসলাম ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে এবং মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টিসহ বিভিন্ন উপায়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মুসলমানদের অভ্যন্তরীণ শক্তি-সামর্থ্য বাড়ানোর আহবান জানিয়েছেন যা কিনা ঐক্যের মাধ্যমেই সম্ভব। মুসলিম দেশগুলোর মধ্যকার অন্তর্দ্বন্দ্ব ও বিভেদ এমনকি অভ্যন্তরীণ সংঘাত ও রক্তপাতের ফলে ইসলামের শত্রুরা বিশেষ করে ইসরাইল খুব সহজেই তার আগ্রাসী লক্ষ্য বাস্তবায়নের সুযোগ পাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বর্তমান সময়টা মুসলমান ও মুসলিম দেশগুলোর সরকারের জন্য বড় পরীক্ষা এবং মুসলিম জাতিগুলোর উচিত পুরোপুরি সতর্ক থাকা।





 ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম আমদানির খবর অস্বীকার করল পাকিস্তান
-----------------------------------------------------------------------------------
ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে গত পাঁচ বছর ধরে নিরাপত্তা ও সামরিক সরঞ্জাম আমদানি করার খবর অস্বীকার করেছে পাকিস্তান।

ব্রিটিশ সরকারের একটি প্রতিবেদনের বরাত দিয়ে ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেতজ সম্প্রতি ওই খবর দিয়েছিল।

পাকিস্তান এবং চারটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নিরাপত্তা ও সামরিক সরঞ্জাম আমদানি করেছে বলে দাবি করে দৈনিকটি।

খবরটিতে দাবি করা হয়, ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে নিরাপত্তা ও সামরিক সরঞ্জাম আমদানিকারক অন্য দেশগুলো হচ্ছে মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো।

ব্রিটিশ সরকারের ডিপার্টমেন্ট ফর বিজনেস, ইনোভেশন অ্যান্ড স্কিলসের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দেয় ইসরাইলি দৈনিকটি। ব্রিটিশ সরকারের এ বিভাগ ব্রিটিশ যন্ত্রাংশ ব্যবহার করে নির্মিত নিরাপত্তা ও সামরিক পণ্য রফতানির বিষয়টি তদারকি করে এবং নিয়মিত এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

এ খবরে দাবি করা হয়, ইসরাইল ২০১১ সালে রাডার এবং ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত ব্যবস্থা, জঙ্গি বিমানের যন্ত্রাংশ ও বিমানের ইঞ্জিনসহ নানা সামরিক পণ্য পাকিস্তানে রফতানির জন্য ব্রিটিশ যন্ত্রাংশ আমদানির অনুমোদন চেয়েছিলো।

তবে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী গণ-সংযোগ বিভাগ (আইএসপিআর) ইসরাইলের কাছ থেকে সামরিক ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির খবর পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে। আইএসপিআর’এর এক মুখপাত্র বলেছেন, এ খবর মিথ্যা তথ্যে ভরা এবং বিভ্রান্তিমূলক।

 iran can hack missiles??
The commander of Iran’s Khatam al-Anbiya Air Defense Base says the Iranian Army has achieved the capability to intercept and deflect enemy missiles away from their targets.
"Any missile will be destroyed or re-routed before reaching Iran, and will hit a target of our choosing," Fars news agency quoted Brigadier General Farzad Esmaeili as saying on Monday.
These systems will carry out their tasks whenever a threat is posed, Esmaeili added.
In recent years, Iran has made major breakthroughs in its defense sector and attainedself-sufficiency in important military equipment and systems.
Commenting on a bid by members of the [Persian] Gulf Cooperation Council along with the US to deploy a missile system in the Persian Gulf, the Iranian commander said the countries resorting to such means certainly perceive a weakness in their defenses.
In March, US Secretary of State Hillary Clinton held talks in Saudi Arabia about a plan for a Persian Gulf missile system to counter what she described as potential threats from Iran.
This is while Iran has announced time and again that “deterrence” lies at the heart of its defense doctrine, and that its military might poses no threats to other countries

 গাজাবাসীর প্রতি আন্তর্জাতিক সমর্থন অব্যাহত: পৌঁছেছে আরেকটি ত্রাণবহর
***************************
অবরুদ্ধ গাজার অধিবাসীদের জন্য আন্তর্জাতিক সাহায্যের অংশ হিসেবে আরেকটি ত্রাণবহর গাজায় এসে পৌঁছেছে। ২০ নম্বর এই আন্তর্জাতিক ত্রাণবহর মিশর সীমান্ত দিয়ে রাফা ক্রসিং পয়েন্ট অতিক্রম করে গাজায় প্রবেশ করেছে।

গাজার জনগণের জন্য আন্তর্জাতিক ত্রাণবহরকে স্বাগত জানানোর জন্য গঠিত বিশেষ কমিটির সদস্য আব্দুর রহমান মাদহুন বলেছেন, এই ত্রাণবহরে বেশ কিছু ওষুধ ও চিকিতসা সেবার যন্ত্রপাতি রয়েছে। তিনি আরো বলেছেন, এই ত্রাণ বহরের সঙ্গে আগত শান্তিকর্মীরা আজ (শুক্রবার) বায়তুল মোকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠেয় মিছিলে অংশ নেবে বলে কথা রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের মিছিল সমাবেশ আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও অনুষ্ঠিত হবে।

উল্লেখ করা যায়, ইহুদিবাদী ইসরাইল ২০০৭ সাল থেকে গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ইসরাইলের এ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ কোনো পণ্য গাজায় ঢুকতে না পারায় গাজার জনগণের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। ইসরাইলের এ আচরণের বিরুদ্ধে বিশ্ববাসী তীব্র ক্ষোভ, ঘৃণা ও অসন্তোষ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সমাজ বিভিন্ন উপায়ে গাজায় ইসরাইলি অবরোধের প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছে।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অবরুদ্ধ গাজা অধিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের জন্য ত্রাণবহর পাঠিয়েছিল। কিন্তু ইসরাইলের কঠোর অবরোধের কারণে কোনো ত্রাণবহরই গাজায় ঢুকতে পারেনি। আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ গাজা উপকূলে ভেড়ার চেষ্টা করলে ইসরাইলি কমান্ডো বাহিনী হামলা চালিয়ে তা বানচাল করে দেয়। এ অবস্থায় মিশর সীমান্তবর্তী একমাত্র রাফা ক্রসিং পয়েন্টের মাধ্যমেই ত্রাণ পাঠানো সম্ভব। ব্যাপক বাধা ও সমস্যা সত্ত্বেও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ পথে ত্রাণ পাঠাচ্ছে।

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে দখলদার ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে তখন মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ পাঠানো সম্ভব ছিল না। কিন্তু গণআন্দোলনের মুখে মুবারক সরকারের পতনের পর ত্রাণ পাঠানোর ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। এ অবস্থায় মিশরের বর্তমান সরকার রাফা সীমান্তের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়ে অবাধে পণ্য সরবরাহের সুযোগ দেবে বলে মিশর ও ফিলিস্তিনসহ সারা বিশ্বের মানুষ আশা করছে।

গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে ইসরাইল আসলে ফিলিস্তিনিদেরকে ইসরাইলের আধিপত্যকামী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করছে। বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে দেখা গেছে, গাজার অধিবাসীদের অব্যাহত প্রতিরোধ এবং তাদের প্রতি আন্তর্জাতিক সমাজের সমর্থনের কারণে ইসরাইল গাজা অবরোধ করে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি। ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমাজের অব্যাহত সমর্থন থেকে বোঝা যায়, বিশ্ববাসী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধযজ্ঞকে কখনোই মেনে নিতে পারেনি এবং বিভিন্নভাবে দখলদার এ শক্তির বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে।

 ইসলামই হল আসল সমস্যা ::

নব্বই এর দশকে আফগান জিহাদ যখন তুঙ্গে, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন আফগান জিহাদে কি ঘটছে, তার বাস্তব অবস্তা জানার জন্য পাকিস্তানে আসলেন । নিক্সন জিহাদের বিস্ময়কর পরিস্তিতি দেখল, আফগান জাতিকে তাউহীদে দেখল, শুনল তাদের শ্লোগানগুলো, জিহাদই একমাত্র আমাদের পথ, রাশিয়ার মৃত্যু অবধারিত, ইসলাম জিন্দাবাদ । তখন নিক্সন বলল , আমি আফগান শরনার্থি শিবির গুলো দেখতে চাই । নাসেরবাগে
গেল । একজন কুঁজো লোকের সাথে সাক্ষাত হল । করমর্দন করার জন্য তার দিকে হাত বাড়াল । কিন্তু লোকটি তার সাথে করমর্দন করতে হাত বাড়াল না । সাথে যে সব পাকিস্তানী ছিল, তারা বলল চাচা ইনি হলেন নিক্সন , আমেরিকার প্রেসিডেন্ট । কিন্তু তবুও লোকটি তার সাথে হাত মিলাল না । পাকিস্তানীরা আবার তার পরিচয় লোকটির নিকট তুলে ধরলে লোকটি বলল, এ হল নাপাক্-কাফের । আমি তার সাথে করমর্দন করতে চাইনা ।
কি বিস্ময়কর ঘটনা ! যে লোকটি সউদী ত্রাণ সংস্তার সামনে একমাস দাড়িয়ে থেকে একটি তাবু নিয়ে তাতে দারুন কষ্টে জীবন কাটাচ্ছে, তার আত্নমর্যাদাবোধ দেখে নিক্সন দারুন বিস্মিত হল ।
ইতিমধে একজন বায়োঃবৃদ্ধ নিক্সনকে বলল, ফিলিস্তীনে আপনারা কেন মুসলমানদের বিরুদ্ধে ইহুদীদের সাথে যোগ দিচ্ছেন ? অথচ আপনারা তো এই ইহুদী জাতিকে ভালোভাবেই চেনেন ।
তারপর নিক্সন বলল, আমি আফগান সীমান্তে যেতে চাই । সেখানে ঘুরেফিরে বুঝল যে, আসলেই এখানে প্রকৃত জিহাদ হচ্ছে । তারপর সে আমেরিকায় ফিরে গেল । সাংবাদিক সম্মেলন করল ।What is the problem? সমস্যাটা কি? নিক্সন বলল, Islam is the problem ইসলামই হিল আসল সমস্যা ।


তারপর নিক্সন দিক নির্দেশনা দিতে গিয়ে বলল, আমেরিকার উচিত রাশিয়ার সাথে একমত হয়ে যাওয়া, যেন আফগান জিহাদ শেষ হয়ে যায় এবং ইসলামের অগ্রযাত্রা থেমে যায় ।


 এক ফিলিস্তিনি বন্ধু পাঠিয়েছেন —
আমি যখন খুব ছোট্ট ছিলাম , তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি বসনিয়া ও ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করো !
যখন একটু বড় হলাম , তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি বসনিয়া , ফিলিস্তিন ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি ফিলিস্তিন , চেচনিয়া ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি ফিলিস্তিন , চেচনিয়া ,সোমালিয়া ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম , তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি ফিলিস্তিন , চেচনিয়া , ইরাক , সোমালিয়া ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো !
যখন আরেকটু বড় হলাম তখন জুম'আর খতিব দুআয় বলতেন – হে আল্লাহ , তুমি ফিলিস্তিন , চেচনিয়া , বার্মা , সিরিয়া , ইরাক ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো !
আর আজ তিনি দুআয় বলছেন – হে আল্লাহ , তুমি ফিলিস্তিন , চেচনিয়া , বাংলাদেশ , বার্মা , সোমালিয়া , সিরিয়া , ইরাক ও আফগানিস্তানের মুসলমানদের সাহায্য করো ... এভাবে তিনি আর কতোদিন কত মুসলিমদেশকে যোগ করবেন ...? এর কি কোন শেষ নেই ? কবে একত্রিত হবে বিশ্বের মুসলমান ?



Santhia Upazila,Pabna ( সাঁথিয়া )

                                                    Santhia Upazila,Pabna  ( সাঁথিয়া )
 Welcome (আপনাকে স্বাগতম) www.facebook.com/santhia.bd By MD. Tanvir Hasan Imran
Description
SANTHIA ( সাঁথিয়া )

Welcome (আপনাকে স্বাগতম)

Upazila: Santhia
(P.O): Santhia
District: Pabna
Division: Rajshah
(আপনাকে স্বাগতম)
Santhia Upazila,Pabna
Slogan: Hridoy a Santhia.


অবস্থান

সাথিয়ার দক্ষিনে সুজানগর, উত্তরে ফরিদপুর , পূর্বে বেড়া এবং পশ্চিমে আতাইকুলা উপজেলা অবস্থিত।
Group

আমাদের সাঁথিয়া (Amader Santhia)
https://www.facebook.com/groups/Santhia.bd/

Santhia Thana Kollan Sommite - STKS সাঁথিয়া (World Wide)
www.facebook.com/stks.bd

* Post Photo,Share & update Status
News
Politics
Sports
Entertainment
Feedback
Exchange
Buy and Sell
Communication
All About Our Santhia Upazila.

Information:


Area:
Santhia Upazila (pabna district) with an area of 331.56 sq km, is bounded by faridpur (Pabna) and shahjadpur upazilas on the north, sujanagar upazila on the south, bera upazila on the east, atgharia and pabna sadar upazilas on the west. Main rivers are Hurasagar and Ichamati; noted depressions: Ghugudaha, Gargar and Gang Bhangar Beel.

প্রশাসনিক এলাকা

সাথিয়ার আয়তন ৩৩১.৫৬ বর্গকিমি। নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১। ইউনিয়ন ১০ টি। পৌরসভা ০১ টি। খানা ৬৫,০৩৯ টি। মৌজা ১৭৭ টি। গ্রাম ২৫৮ টি।
ইতিহাস

ইতিহাস

সাঁথিয়া উপজেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি আছে। জানা যায় সমগ্র সাঁথিয়া অতীতে চরএলাকা ছিল। এই চরে সিনথিয়া নামে এক সাঁওতাল আদিবাসি বাস করত। পরবর্তীতে অন্যান্য এলাকা থেকে সাঁওতালরা এসে সিনথিয়ার সংগে বসবাস করতে শুরু করে এবং একটি গ্রামের সৃষ্টি হয়। আদিবাসি সিনথিয়ার নাম থেকেই পরবর্তীতে সাঁথিয়া নামের উৎপত্তি হয় মর্মে শোনা যায়। দ্বিতীয় জনশ্রুতি মতে অনেক আগে সাঁথিয়া অঞ্চল গভীর জংগলে পরিপূর্ণ ছিল। সংগী অথবা সাথী ছাড়া কেহই একা এই এলাকায় চলাফেরা করত না। সকলেই সাথী সহ এখানে আসতেন। পরবর্তীতে এই সাথী থেকেই সাঁথিয়া নামের উদ্ভব মর্মে শোনা যায়। সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় বৃটিশ শাসন আমলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জনম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁন এর শাসন আমলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়।মূলত কৃষি ভিত্তিক অর্থনীতি এ উপজেলার মূল চালিকা শক্তি। এ উপজেলার চতুর পাশের্ব বড়াল ও যমুনা নদীতে বাঁধ দিয়ে সুরক্ষিত থাকায় কখনও বন্যা হয় না। অপর দিকে শুস্ক মৌসুমে ক্যানেলে পাম্পের সাহায্যে যমুনা নদী হতে পানি এনে ধরে রেখে এ উপজেলার চাহিদা সহজে পূরণ করা হয়। যার ফলে বন্যা অথবা অনাবৃষ্টি এ এলাকার কৃষিকে খুব বেশী প্রভাবিত করতে পারে না। স্বাধীনতার পরবর্তী সময় হতে এ উপজেলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকায় এ এখানকার জনগণ রাজনৈতিক ভাবে সচেতন।

Santhia comprises MP with Bera Upazila.Md.Samshul Haq Tuku is the current member of the Jatio Sangsad of this political area.Santhia is a Thana of Pabna district.Santhia (Town) consists of 9 wards and 26 mahallas


Politics:

All major parties of Bangladesh has a branch in Santhia. However, it is a stronghold of the Jamaat-e- Islami and BNP.
Md. Matiur Rahman Nizami (Amir of jamaat e Islami Bangladesh) was born in this Upazila.

Transport:
Pabna town is about 35 KM by the road.Kashinathpur and Bera also connected by the road.The river Issamati is only way of water transport.In Santhia ride by Nosimon, rickshaw,van and Korimon are pleasure worthy. Roads: pucca 77 km, semi pucca 7 km and mud road 450 km; waterways 12 nautical mile.

Population:

The area of the town is 5.44 sq km. The town has a population of 33369 male 52.05%, female 47.95%. The density of population is 6134 per sq km.


শিক্ষা

মহাবিদ্যালয় ১০ টি।

উচ্চ বিদ্যালয় ৩৫ টি।

মাদ্রাসা ২৬ টি।

সরকারী প্রাঃ বিদ্যাঃ ৯০ টি।

রেজি বেসরকারী প্রাঃ বিদ্যাঃ ৭৭ টি।


Education:
Literacy rate among the town people is 34%.Average literacy 23%; male 28.4% and female 17%. Educational institutions: college 7, high school 25, madrasa 19, government primary school 90, non-government primary school 77, low cost primary school 4 and NGO operated school 207. Noted educational institutions: Santhia Government Primary School (1901),
Santhia Pilot High School (1943)

www.facebook.com/santhia.pilot


কৃতী ব্যক্তিত্ব

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং সর্ববৃহত ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী এই থানার সন্তান। উল্লেখ্য জর্জটাউন বিশ্ববিদ্যালয় এর এক গবেষনা পত্রে মাওলানা নিজামীকে পৃথিবীর ৫০০ সবচাইতে প্রভাবশালী মুসলিম এর তালিকায় ৪৩ নাম্বারে উল্লেখ করা হয়েছে




স্বাস্থ্যসেবা

সরকারী হাসপাতাল ০১ টি।

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ১১ টি।

কমিউনিটি ক্লিনিক ২৯ টি।

পোষ্ট অফিস ১৯ টি।
Health:
Health centres Upazila health complex 1, health & family welfare centre 8 and satellite clinic 3.

Administration:

Upazila:

Chairman: Md. Nijam Uddin
Vice Chairman:......
Woman Vice Chairman: Mrs. Sila Khatun
Upazila Nirbahi Officer (UNO): Md. Abdur Razzaque Sarker

Municipality:

Chairman: Mirajul Islam Miraj
Councillors:

Md. Shoriful Islam Shorif
Md. Zohurul Islam
Md. Sher Ali
:.....
:....


Santhia thana, now an upazila, was established in 1905. It consists of 11 union parishads, 177 mouzas and 253 villages.

Marks of the War of Liberation Mass grave at Nagdemra; memorial monument at Santhia upazila compound.

Cultural organisations:

Rural club 25, library 2, theatre group 1, cinema hall 5, opera party 1, playground 7.

Main occupations:
Agriculture 41.98%, agricultural labourer 26.45%, wage labourer 3.03%, commerce 8.52%, service 3.27%, weaving 5.19%, industrial labourer 1.89% and others 9.67%.

Main crops:
Paddy, wheat, potato, onion, chilli, mustard and patal.

Main fruits:
Mango, papaya and banana.

Hats And Bazars:
Hats and bazars are 26, most noted of which are R Ataikula, Banagram, Kashinathpur, Karamja Chatur, Boalmari and Shahidnagar Hat; fair 1 (Krishi Mela).

NGO activities:
brac, asa, grameen bank, thengamara mahila sabuj sangha, Samata.

Union list:

সাঁথিয়া পৌরসভা
নন্দনপুর ইউনিয়ন
ক্ষেতুপাড়া ইউনিয়ন
ভুলবাড়ীয়া ইউনিয়ন
করমজা ইউনিয়ন
ধুলাউড়ি ইউনিয়ন
নাগডেমড়া ইউনিয়ন
ধোপাদহ ইউনিয়ন
কাশিনাথপুর ইউনিয়ন
আর-আতাইকুলা ইউনিয়ন
গৌরীগ্রাম ইউনিয়ন

Villages of Upazila:

Santhia,Solongi,Monmotpur,Puthipara,Bualmari,daulotpur,Gagrakhali,
Dhulauri,Nagdemra,Dhopadah,Konabaria,Tetulia,Amosh,
Karamja,Demra,Manpur,Hariakahon,patgari,haria,sorisa,alokdiar,naowani,...........others...........


Admin:
MD. Tanvir Hasan Imran
Email: Imran.santhia@gmail.com
ph: +8801739413288
www.Facebook.com/tanvirhasan.imran
Solongi,Santhia,Pabna

Santhia Thana Kollan Sommite - STKS সাঁথিয়া

                                              Santhia Thana Kollan Sommite - STKS সাঁথিয়া


 Its a Largest community Org All over The World.(Amra j jethei thaki vai,Sobai Santhiar onnoion chai) Email: stks.bd@gmail.com.
Mission
Bangladesh abong somogro prithibitay chori a thaka Santhiar sontander ak hoye
santhiar j kono onnoion a ogrosor, oniom a protirodh, proyojon a pashe daranor
lokkhei sommitir sristi.
Description
Santhia Thana Kollan Sommite - STKS
Santhia upazilar community Org.

Bangladesh abong somogro prithibitay chori a thaka Santhiar sontander ak hoye
santhiar j kono onnoion a ogrosor, oniom a protirodh r proyojon a pashe daranor
lokkhei sommitir sristi.
###########

JAGO SANTHIA BASI.............
JAGO.............................

This time for santhia........
we can change our santhia..............

Bangladesh:
1. santhia thana kollan sommite,santhia (Head)

2.Dhakastho santhia thana kollan sommite,Dhaka

3.Rajshahiastho santhia thana kollan sommite,Rajshahi

4.Chittagongastho santhia thana kollan sommite,chittagong

5.sylhetastho santhia thana kollan sommite,sylhet

6. Khulnastho santhia thana kollan sommite,khulna

*** if you want a santhia kollan sommite in your own area Or Country
Please give us (Massage or mail) minimum 5 members list (with position) in your local area.

Worldwide:

1.Saudiastho santhia thana kollan sommite,Saudi Arab
2.Brunaiastho santhia thana kollan sommite,Brunai
3. Dubaiasth santhia thana kollan sommite,Dubai
4. Americastho santhia thana kollan sommite,USA
5. Londonastho santhia thana kollan sommite,UK
6.Malaysiastho santhia thana kollan sommite,Malaysia
7. Singapurastho santhia thana kollan sommite,Singapur
8. Mishorastho santhia thana kollan sommite, Egypt
9. Koreastho santhia thana kollan sommite,Korea

*** if you want a santhia kollan sommite in your own area Or Country
Please give us (Massage or mail) minimum 5 members list (with position) in your local area.

*** Er Nij nij alaka o desh er minimum 5 jon sodosso er nam o podobi
massase option a joma deoar jonno onurodh roilo..abong prottek alakae akjon kore admin select kora hobe j oi alakar kormosuchi o motamot update diben.

By:
MD. Tanvir Hasan Imran
Admin & Prodhan Somonnaiok
santhia thana kollan sommite,santhia (Head)





সাথিয়ার আয়তন ৩৩১.৫৬ বর্গকিমি। নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১। ইউনিয়ন ১০ টি। পৌরসভা ০১ টি। খানা ৬৫,০৩৯ টি। মৌজা ১৭৭ টি। গ্রাম ২৫৮ টি।

শিক্ষা

মহাবিদ্যালয় ১০ টি।

উচ্চ বিদ্যালয় ৩৫ টি।

মাদ্রাসা ২৬ টি।

সরকারী প্রাঃ বিদ্যাঃ ৯০ টি।

রেজি বেসরকারী প্রাঃ বিদ্যাঃ ৭৭ টি।

স্বাস্থ্যসেবা

সরকারী হাসপাতাল ০১ টি।

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক ১১ টি।

কমিউনিটি ক্লিনিক ২৯ টি।

পোষ্ট অফিস ১৯ টি।




Santhia,Solongi,Monmotpur,Puthipara,Bualmari,daulotpur,Gagrakhali,
Dhulauri,Nagdemra,Dhopadah,Konabaria,Tetulia,Amosh,
Karamja,Demra,Manpur,Hariakahon,patgari,haria,sorisa,alokdiar,naowani,...........others

Contact Us:

Admin:
MD. Tanvir Hasan Imran
Admin & Prodhan Somonnaiok
Santhia Thana Kollan Sommite - STKS
Email: Imran.santhia@gmail.com
www.Facebook.com/tanvirhasan.imran
Solongi,Santhia,Pabna

Pabna District পাবনা জেলা

                                 পাবনা জেলা Pabna District

পাবনা জেলা Pabna District (Bengali: পাবনা জেলা Paabna Jela) is a district in north-western Bangladesh. It is the southern most district of Rajshahi Division. Its administrative capital is eponymous Pabna town.
Description
Pabna District পাবনা জেলা

ভৌগোলিক সীমানা:

বাংলাদেশে অবস্থিত পাবনা জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব কোণ সৃষ্টি করেছে। এটি ২৩°৪৮′ হতে ২৪°৪৭′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২′ হতে ৮৯°৫০′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী একে ফরিদপুর ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্তদিয়ে যমুনা নদী বয়ে গেছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার কাজীরহাট নামক স্থানে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে।
প্রশাসন


জেলা পরিষদের প্রশাসকঃ সাইদুল হক (চুন্নু) [২]

জেলা প্রশাসক (ডিসি)ঃ মোস্তাফিজুর রহমান [৩]
প্রশাসনিক এলাকাসমূহ

পাবনা জেলা নিম্নলিখিত উপজেলায় বিভক্ত:

আটঘরিয়া উপজেলা
ঈশ্বরদী উপজেলা
চাটমোহর উপজেলা
পাবনা সদর উপজেলা
ফরিদপুর উপজেলা
বেড়া উপজেলা
ভাঙ্গুরা উপজেলা
সুজানগর উপজেলা
সাঁথিয়া উপজেলা



জনসংখ্যা

মোট জনসংখ্যা ২১,৫৩,৯২১ জন;

পুরুষ ৫১.১৭%,
মহিলা ৪৮.৮৩%;
মুসলিম ৯৫.১২%,
হিন্দু ৪.৫০%,
খ্রীষ্টান ০.২২%,
অন্যান্য ০.১৬%।

অর্থনীতি

প্রধান বৃত্তিসমূহ: কৃষি ৩৪%, কৃষি শ্রমিক ২২.৭৭%, দিন মজুর ৪.৪৬%, পরিবহন ২.১৮%, তাঁতি ২.৮৫%, বাণিজ্য ১৩.২৮%, চাকুরী ৭.২৬% এবং অন্যান্য ১৩.২১%।
ভূমি ব্যাবস্থাপনা: ভূমিহীন ২৯%, ক্ষুদ্র ভূমি মালিক ৪৯%, মধ্যম ভূমি মালিক ১৮% এবং ধনী ভূমি মালিক ৪%

ভুমি মূল্য প্রথম শ্রেনীর ভূমির বাজার মূল্য ০.০১ হেক্টর প্রতি ৭৫০০ টাকা।
প্রধান কৃষি পণ্য: ধান, পাট, গম, ইক্ষু, বাদাম, পেঁয়াজ, রসুন, পান, ডাল।
প্রধান ফল: আম, কাঁঠাল, কলা, লিচু, নারিকেল, পেয়ারা এবং পেঁপে।
মৎস ও গবাদি পশু-পাখি: দুগ্ধ খামার ১০৬৯, মাছের খামার ৮৮, হাঁস-মুরগীর খামার ৭১৪, হ্যাচারী ৩৭।

শিল্প-কারখানা: কাগজ কল, চিনি কল, সুতাকল, পাটকল, তেল, ঔষধ কারখানা, বিস্কুট ফ্যাক্টোরী, চাল ও আটা কল, বরফ কল, ঝালাই, স’মিল, হিমাগার ইত্যাদি।
কুটির শিল্প: সুচিকর্ম, বাঁস ও বেত শিল্প, কামার, কুমার, স্বর্ণকার, দারুশিল্প, দর্জিকাজ ইত্যাদি।
হাট, বাজার ও মেলা: মোট হাট-বাজারের সংখ্যা ১৮২টি এবং মেলা ১৭টি।
প্রধান রপ্তানী পণ্য: ধান, পাট, পান, সুতা, কাপড় ইত্যাদি।
এনজিও কর্মকান্ডে জড়িত প্রধান এনজিও গুলো হলো লাইট হাউস, প্রত্যাশা, পাবনা সবুজ সংঘ, ব্র্যাক, কেয়ার, আশা, গ্রামীন ব্যাংক, প্রশিকা, সমতা, এইটিসিএল ইত্যাদি।
যাতায়াত ও যোগযোগ ব্যবস্থা


রাস্তা: পাকা ৩,৬৯৮কিমি , আধা-পাকা ১০০ কিমি এবং কাঁচা রাস্তা ১৮১ কিমি;
জলপথ ১৮৪ নটিক্যাল মাইল;
রেলপথ ৬৭ কিমি;

বিমান বন্দর ১টি (কার্যকর)।
ঐতিহ্যবাহী যানবাহনের মধ্যে আছে- পালকি, ঘোড়ার গাড়ি ও গরু গাড়ী, যদিও বর্তমানে (প্রেক্ষিত ২০১১) এদের সিংহভাগ বিলুপ্তপ্রায় বা বিলুপ্তপ্রাপ্ত।
চিত্তাকর্ষক স্থান


লালন শাহ্ সেতু, হার্ডিঞ্জ সেতু, পাকশী
স্বাস্থ্য সেবা


বাংলাদেশের একমাত্র পূর্ণাংগ মানসিক হাসপাতাল টি পাবনা জেলায় অবস্থিত।

জেনারেল হাসপাতাল ৪টি,
মানসিক হাসপাতাল ১টি,
জেলা সদর হাসপাতাল ১টি,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯টি,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ২৫টি,
যক্ষা হাসপাতাল ১টি,
ডায়াবেটিক হাসপাতাল ১টি,
চক্ষু হাসপাতাল ১টি,
কমিউনিটি হাসপাতাল ১টি,
মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১টি,
পুলিশ হাসপাতাল ১টি,
রেলওয়ে হাসপাতাল ১টি,
বেসরকারী ক্লিনিক ১৫টি।


ধর্ম


ধর্মীয় স্থাপনাসমূহ:

মসজিদ ২৩৫৩টি,
মন্দির ৪২০টি,
গির্জা ১১টি,
মাজার ৫টি,
তীর্থস্থান ২টি।
এএনজিও- লাইট হাউস

নামী শিক্ষাপ্রতিষ্ঠান
পাবনা জিলা স্কুল পাবনা জেলার সবচেয়ে পুরাতন উচ্চ বিদ্যালয় এবং এটি বাংলাদেশের অন্যতম পুরানো বিদ্যালয়। বাংলাদেশের সেরা বিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। পাবনা জিলা স্কুল এংলো-ভার্নিকুলার টাইপের স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৩৬-১৮৪০ সালের মধ্যে।

পাবনা ইসলামিয়া মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠতম একটি বিদ্যাপিঠ। প্রতিবছরের জাতীয় মেধায় এটি প্রথম দিকে থাকে।[৪]
পত্রিকা

দৈনিক ইছামতি

দৈনিক পাবনা বার্তা

দৈনিক জীবন কথা

দৈনিক বিবৃতি

দৈনিক সিনসা

English:
Geography

Pabna forms the south-east boundary of Rajshahi Division. Sirajganj District is on the north-east, while the Padma River, main stream of the holy river Ganges, in the south separates it from Rajbari District and Kushtia District. The Jamuna River runs along its eastern border separating it from Manikgonj District; and on the north-west it has a common boundary with the Natore District. Average maximum temperature 33.9°C, minimum 9.6°C; annual rainfall 1872 mm. Characteristically the soil of the district is divided into four, viz flood plains of the Ganges, Karatoya, Jamuna and Barind Tract. Main rivers are Ganges, Ichamati, Gumani, Baral and Hurasagar.
Rivers

The district is intersected by rivers of varying magnitude. But in fact, the river system is constituted by the Padma and the Jamuna with their interlacing offshoots and tributaries. Besides these flowing streams, the interior is visited by the abandoned beds of old rivers, most of which are dry except in the rains.
The general trend of the drainage of the Serajganj subdivision is from north-west to south-east, the rivers entering it from the north-west flow into the Jamuna after a tortuous course. In the Sadar subdivision, however, the general slope of the country is from west to east, and the main rivers fall into Hurasagar, an offshoot of the Jamuna.

The Rivers are Follows in Pabna District :

1. Padma River 2. Ichhamati River 3. Baral River 4. Atrai River 5. Chiknai River 6. Jamuna River 7. Kazipur River 8. Karatoya River
History

Archeologist Cunningham conjectured that the name Pabna might be derived from Pundra or Poondrobordhon civilization, whose capital was Mahasthangarh, the oldest city of Bangladesh, in neighbouring Bogra. But this hypothesis has not received general acceptance among scholars.

In 1859-61 the district was one of the major areas involved in the Indigo revolt. Beginning in Yusufshahi period in 1873 the serfs resisted excessive demands of increased rents by feudal lords (zamindar), led by the nouveau riches Banerjees and Dwijendranath Tagore, by forming an Agrarian League. This largely peaceful movement found the support of the Lieutenant-Governor of Bengal George Campbell (1824–1892), who antagonized the absentee feudal lords. These protests are generally referred to as Pabna disturbances. In the following year the district was one of the worst hit by famine.[1] The peasant's demands were finally partially met with the Rent Law Act of 1885.

In 1875, Raaygonj was transferred back to Pabna from Bogra, and in 1879, a separate judgeship for the districts of Pabna and Bogra was created.
Administrative

The district comprises nine upazilas:


Santhia Upazila
www.facebook.com/santhia.bd
Atgharia Upazila
Bera Upazila
Bhangura Upazila
Chatmohar Upazila
Faridpur Upazila (Formerly Bonwareenogor)
Ishwardi Upazila
Pabna Sadar Upazila

Sujanagar Upazila

Administration

Administrator of Zila Porishod: Saidul Huq Chunnu [2]

Deputy Commissioner (DC): Mostafizur Rahman [3]
Demographics


Of the 2.1 million inhabitants, 51.17% are male. 90.12% are Muslims, 9.50% Hindu, 0.22% Christian and others 0.16%. There are 2353 mosques, 420 Hindu temples, and 11 Churches. There is no Buddhist pagoda in Pabna. Thakur Anukulchandra Aasrom (missionary) beside Mental Hospital, Pabna at Hemayetpur has the largest Hindu temple in Pabna.
Newspapers

Locally published newspapers and periodicals are Doinik Ichhamoti, Doinik Uttor Jonota (Ishwardi); weekly: Gan Bikashini, Pabna Barta, Bibriti, Arshi; fortnightly: Jamuna, Charmohar Barta, Faridpur Barta, Junction, Jonodabi (Ishwardi); monthly: Gan Prova, Polli Dorpon, Manoshi, Amar Desh and Pabna, Tawhid (Bhangura), Chetona, Shocheton.

National dailies like Prothom Alo, The Daily Star, Jugantor, Ittefaq, Kaaler Kontho, Janakantha, Amader Shomoy, The New Age are also available.
Economy

Main occupations: Agriculture 34%, agricultural farm-hands 22.77%, wage labourer 4.46%, transport 2.18%, weavers 2.85%, commerce 13.27%, service 7.26% and others 13.21%.
Land control: Among the peasants 29% are landless peasants, 49% small, 18% intermediate and 4% rich.
Value of land: The market value of the land of the first grade is Tk 15500 per 0.01 acre.
Crops: Paddy, jute, wheat, sugarcane, oil seeds, onion, garlic, betel leaf (paan), pulses.
Extinct or nearly extinct crops: Indigo, sesame, linseed, cereals like kaaun and cheena, and orhor pulses.
Fruits: Mango, jackfruit, banana, lychee (lichu), cocoanut, guava, pomelo and papaya.
Fisheries, dairies & poultries: Dairies 1069, fisheries 88, poultry 714, hatcheries 37.
Industries: Pakshey paper mill, sugar mill, cotton mill, jute press, edible oil mill, Square (Bangladesh) pharmaceutical company, biscuit factory, rice and flour mill, ice factory, welding, saw mill, cold storage. The Square (Bangladesh) Group established several factories in the district, namely pharmaceuticals, spices, food, toiletries and textile, and converting the agricultural economy of Pabna to an industrial society.
Cottage industries: Hand loom, bamboo and caneworks, blacksmith, goldsmith, potteries, woodworks and tailoring.
Main exports: Rice, jute, betel leaf, hosiery goods, cotton, cotton fabrics.
Active NGOs are: BRAC, CARE, ASA, Grameen Bank, Caritas, Proshika, Shomota, Thengamaara Mohila Shobuj Shongho (TMSS) and Polli Progoti, ASEAB, BOSS.

Irrigation

Water from the river Jamuna is pumped from Bera pump house to the east through the Baral river.
Education

Average literacy is male 31.8% and female 21.5%. There are 34 colleges, a cadet college, a law college, a government polytechnic institute, a government vocational training institute, a textiles college, a government commerce college, a teachers' training college, a primary teacher's training institute, a nursing training institute, a homeopathic college, 202 high schools, 29 junior high schools, a Madrassa Aliya, 261 qaomi madrassa (seminary), 667 government primary schools, 445 non-government primary schools, 8 community schools, 29 kindergartens, 32 satellite schools, 299 NGO-operated schools, and a music college.

Noted educational institutions are: Pabna University of Science and Technology (2008) Pabna Edward College (founded 1898),Government Shahid Bulbul College, Pabna Textile Engineering College (2008), Pabna Medical College (2008), Pabna Zilla School (1853), Pabna Cadet College (1981), Gopal Chondro Institution (GCI) (1894), RM Academy (1899), Shahid Fazlul Haque Municipal High School(1967), Polytechnic Institute (1891), Pabna Town Girls High School(1903), Madrassa Aliya (1925), MC Jubilee High School (1936), Ataikula High School(1938) Bhangura Union High School, Bhangura Jarina Rahim Girls High School, Hazi Jamal Uddin Degree College, Bhangura Alia Madrassa, Hadol Madrassa, Debottor (Atgharia) Government Primary School (1880), Varenga (Bera) Academy (1835), Bera B B High School (1899), Bera High School (1906), Dhobakhola Coronation High School (1906), Bonwarinogor (Faridpur) CB Pilot High School (1912), Shara (Ishwardi) Marwari School (1917), Khalilpur (Shujanogor) High School (1901).Bhadurpur Government Primary School(1909), Dulai High School(1967).Pabna Collectorate Public School and college(2009).
Health

There is a General Hospital and a Mental Hospital at Pabna. The nine thanas of the district hold a Upazila health complex each. Each Upazila health complex has qualified doctors who got appointment through Bangladesh Civil Service (BCS) commission. For better treatment people need to go to medical college and other tertiary hospitals in Rajshahi or Dhaka. There is a 250 bed government general hospital here and a 450-bed mental hospital, second oldest in Indian subcontinent, only after Ranchi Mental Hospital, Jharkhand, India. Recently government owned Pabna Medical College and Hospital has been set up. There are around 15 health clinics.

Mental Hospital, Pabna and Pabna Medical College and Hospital are built on land donated by Lord Thakur Anukulchandra at Hemayetpur,Pabna Diabetic Hospital.
Transport

There are roads, waterways, railways and one airport. The traditional paalkee (sedans), tomtom (horse carriages) and gorur gaari (bullock carts) are now going out of the fashion. The Nosimon and Korimon, locally made mechanical hauler using irrigation pumps as main engine, are mainly used for transporting agricultural goods and rural folks. Inexpensive Chinese electric and petrol autobikes (tricycle) are getting popularity as urban transport. Dhaka is about five hours by road. Hardinge Bridge and Lalon Shah Bridge over the Padma linked Pabna with Kushtia District as well as Khulna Division and the southern Bangladesh. Before the Partition of India, it was a major stoppage for trains from Kolkata to Assam and Darjeeling. Pabna is also connected to Dhaka by the age old roadway through the Jamuna River crossing at Nogorbari, opposite to the river crossing of Aricha at Manikgonj District. It is also very well communicated with Dhaka by modern roads through Jamuna Bridge. There is no rail link to Pabna town; nearby rail stations are situated in Chatmohar Upazila and Ishwardi Upazila. Ishwardi Upazila is one of the important railway junctions of the North Bengal as well as in Bangladesh. There are nine rail stations in this district: Ishwardi,Ishwardi Bypass, Pakshi, Muladuli, Chatmohar, Bhangura, Baral Bridge, Sharat Nagar, Dilpashar and Guakhara. Pabna is well connected by road, rail, river or air to the rest of the country.

There is an airport at Ishwardi Upazila. Biman Bangladesh Airlines used to operate twice- weekly services to Ishwardi from Hazrat Shahjalal International Airport, Dhaka. However, no airlines is operating to and from Ishwardi at the moment. [4]

Several Dhaka bound private bus services are available: Pabna Express, Shyamoli Parbahan, Shorkar Travels, Raja Badsha, Ishurdi Express, Shahjadpur Travels, Baadol, Night Star, Kings, Esha, Mohanogor, Capital Service, Sakal Shandha, Uttara, B Nagar, Al Hamra etc. Government owned Bangladesh Road Transport Corporation (BRTC) provides bus services to Rajshahi and Bogra cities. Water transport is important as the Padma and other rivers, and Chalan Beel are situated in Pabna. In Pabna district ride by Nosimon, rickshawvan and Korimon are pleasure worthy.
Places of interest

Pakshey is a popular green area. The railway colony of Pakshey, divisional headquarters of Bangladesh Railway, has many old trees, and is beside the river Padma and the Hardinge Bridge. An export processing zone (EPZ) and the newly built Lalon Shah Bridge are situated here.

Idyllic Poddar Par (the bank of the Padma) at Shilaaidoho Ghaat is 5 km south of town's old Technical Institute, where people can enjoy a river cruise. A river crossing (ghaat) here connects to Shilaaidoho of Kumarkhali Upazila of Kushtia District. Nobel laureate poet Rabindranath Tagore had a Koothibari (villa) at Shilaaidoho, where his birth anniversary is celebrated regularly.

Bangladesh mental Hospital, Pabna is a popular Hospital in Bangladesh beside Pabna main town. There is only one mental hospital in Bangladesh. Mental Patient from anywhere in Bangladesh goes there and get treatment.

There is a marshy area, Chalan Beel, in the north.
Members of ninth Jatiyo Sangshad (2009 - )

Pabna-1 (Santhia Upazila and part of Bera Upazila) Seat 68: Mohammad Shamsul Haque (Tuku) [from Awami League], State Minister for Home Affairs [5]

Pabna-2 (Sujanagar Upazila and part of Bera Upazila) Seat 69: Air Vice Marshal (Rtd.) A. K. Khandker [from Awami League], Planning Minister and former Deputy Chief of Staff of Bangladesh Armed Forces during Liberation War of Bangladesh in 1971

Pabna-3 (Chatmohar Upazila, Bhangura Upazila and Faridpur Upazila) Seat 70: Mohammad Mokbul Hossain [from Awami League]

Pabna-4 (Ishwardi Upazila and Atgharia Upazila) Seat 71: Shamsur Rahman Sharif (Dilu) [from Awami League]

Pabna-5 (Pabna Sadar Upazila) Seat 72: Khondokar Golam Faruk (Prince) [from Awami League] [6]
Notable people

Thakur Anukulchandra, guru, physician and founder of Satsang Ashram.
Suchitra Sen, actress of Kolkata film industry in the 1950s through 70s.
Bonde Ali Miah, famous poet [7][citation needed]
Air Vice Marshal (Rtd.) A. K. Khandker, first Chief of Staff of Bangladesh Air Force (1971–1975), now Planning Minister[citation needed]
Motiur Rahman Nizami, Ameer (chairman) of Jamaat-e-Islami Bangladesh, former Member of Jatiyo Sangshad (2001–2006), former Minister of Agriculture (2001–2003), now under trial for war crimes during the Liberation War of Bangladesh in 1971.
Samson H. Chawdhury, former chairman of Square Group.
Group Captain (Rtd.) Saiful Azam, former pilot of Bangladesh Air Force, Pakistan Air Force, Jordanian Air Force and Iraqi Air Force. He was a war hero of 1965 Indo-Pakistani War and 1967 Arab-Israeli War (Six-Day War).
Muhammd. Lokman Hossain, Founder of General knowledgebaise Newspaper in Bangladesh (Executive Editor current memory,Former Editor Monthly current News, Former Executive Editor Monthly Professor's current Affairs) and President of Bangladesh Union Parishad Forum (BUPF)in Pabna District committee.



Admin:
MD. Tanvir Hasan Imran
Email: imran.santhia@gmail.com
+8801739413288

www.facebook.com/tanvirhasan.imran